আনোয়ার হোসেন আন্নুঃ
ঢাকার ধামরাইয়ের পৃথক স্থানে রাতভর অভিযান চালিয়ে ৪ মাদক বিক্রেতাসহ বিভিন্ন মামলার ১১ আসামীকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। সোমবার (১৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পরিদর্শক (ওসি অপারেশন) মাসুদুর রহমান। এর আগে, রোববার (১২ জুলাই) রাতভর ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া এলাকার ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতার আসামীরা হলো- সোহরাব হোসেন (৩৮), জুসহাস উদ্দিন (৩৫), লুৎফর রহমান (৪০), রিপন আলী (৩২)। তারা সবাই মাদক বিক্রেতা। বাকি আসামীরা হলো- সঞ্চয় মনিদাস, মিলন, বাবু, ফজলু মিয়া, গোলাম মোস্তফা, রিজন, ও মন্টু মিয়া। পুলিশ জানায়, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) মাসুদুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক দ্রব্যসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ২৫৫ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ৩ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা। অন্যদিকে পৃথক স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৭ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার আসামি। ধামরাই থানা অফিসার ইনচার্জ(ওসি) দীপক চন্দ্র সাহা’র নেতৃত্বে অভিযান পরিচালনা করেন, এস আই খায়ের, এসআই বিএম জনি, এসআই খায়রুল ইসলাম, এসআই আনোয়ার হোসেন, এসআই রিপন, এএসআই কায়ছারসহ পুলিশের ফোর্স প্রমুখ। এ ব্যাপারে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, নিয়মিত অভিযানের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে।