টাকা জেলার সাভারে বিদেশী পিস্তলসহ পুলক কুমার সরকার (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সাভার মডেল থানায় অবৈধ অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।
রবিবার (২১ ই জানুয়ারী ২০২৪) বিকাল ০৪ ঘটিকার দিকে আমিন বাজার ইউনিয়ন সালেহপুর জিটিসিএল এলাকায় অভিযান চালিয়ে তাহাকে গ্রেফতার করা হয়। এ সময়ে তাহার দেহ তল্লাশি চালিয়ে একটি বিদেশী পিস্তল,একটি ম্যাগাজিন,এক রাউন্ড গুলি ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয় ।
গ্রেপ্তারকৃত পুলক চন্দ্র সরকার পাবনা জেলার বনাইনগর ফরিদপুর উপজেলা ডেমরা এলাকার রবীন্দ্রনাথ সরকারের ছেলে।
সাভার মডেল থানার,এস আই (উপ-পরিদশক)মোঃ আসওয়াদুর রহমান জানান, ডিউটি চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, সাভার মডেল থানাধীন আমিনবাজার গ্যাস ট্রান্সমিশন লিমিটেড (জিটিসিএল) এর সামনে এক ব্যক্তি অবৈধ অস্ত্র পিস্তল নিয়ে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তাহাকে আটক করি। আটকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আসামী হতচকিত হয়ে এলোমেলো কথাবার্তা বলে। ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সম্মুখে আটককৃত আসামি পুলক কুমার সরকার এর দেহ তল্লাশি করাকালে দ্রুত আসামীর পরিহিত প্যান্টের ডান পকেট হইতে নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে একটি খালি ম্যাগাজিন সহ বিদেশী তৈরি একটি পিস্তল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এ বিষয়ে,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত পুলক বেশ কিছুদিন যাবৎ এলাকায় ছিনতাই প্রতারনা এবং অবৈধভাবে প্রাচীন মুদ্রা ব্যবসা সহ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরও জানান,গ্রেপ্তারকৃত আসামি পুলকের সহযোগীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত থাকবে।
গ্ৰেফতারকৃত পুলকের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy