ঢাকা জেলার আশুলিয়া ও ধামরাই এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২৫১ বোতল ফেনসিডিল সহ ৪ জন মাদক কারবারি'কে গ্রেফতার করেছে র্যাব-৪।
রবিবার (১৭ ইং ডিসেম্বর ২০২৩) তারিখে বিকালে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া ও ধামরাই এলাকায় অভিযান পরিচালনা করে ০৪ মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময়ে তাহাদের নিকট তল্লাশি চালিয় ২৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় ।
গ্রেপ্তারকৃতরা হলোঃ ফরিদপুর জেলার মোঃ সাইফুল ইসলাম সুমন (৩৪) লালমনিরহাট জেলার মহিরউদ্দিন (২৪) রাজশাহী জেলার শিউলি বেগম (২৫) লালমনিরহাট জেলার ইতি বেগম (২৫)।
র্যাব-৪ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের সীমান্তবর্তী স্থান হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়া ও রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
গ্ৰেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy