1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
ঢাকা জেলার ঐতিহ্যবাহী আনসার আলী পাগলার দরবার শরীফে দিনব্যাপী ওরস শুরু
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশী যুবকের ভালোবাসার টানে ফিলিপাইন থেকে সাইরা খাঁন নামের এক তরুনী ছুটে আসে সাভারের আশুলিয়ায় এবং তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাওয়ার প্রশ্নই আসে না: হেফাজত চট্টগ্রামের লোহাগাড়ায় প্রকাশ্যে গাঁজা সেবনে বাধা দেওয়ায় জীবন দিতে হলো এক পল্লী চিকিৎসককে।  কক্সবাজারের ঈদগাঁওতে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু। আলোকিত শিখা ফাউন্ডেশন কর্তৃক দুস্থ, অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুমিল্লা মহেশাঙ্গণে বাসন্তী উৎসব ৩ এপ্রিল থেকে শুরু  ❝আমার পোলাডার কত স্বপ্ন আছিলো দেশের বাইরে যাইবো, বিজ্ঞানী হইবো, বড়দেশের নাগরিক হইবো। লামায় কিস্তির টাকার টেনশনেই গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা  কাঠগড়ায় দাঁড়িয়ে পলক বললেন, ঈদ মোবারক প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার নিকট নওগাঁর শিক্ষা অফিসারদের স্মারকলিপি প্রদান

ঢাকা জেলার ঐতিহ্যবাহী আনসার আলী পাগলার দরবার শরীফে দিনব্যাপী ওরস শুরু

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ১২.২৩ পিএম
  • ১৯৩ বার পঠিত

আলতাফ হোসেন অমি :

ঢাকা জেলার ঐতিহ্যবাহী আনসার আলী পাগলার দরবার শরীফে দিনব্যাপী ওরস শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ ) আসরের নামাজের পরে হযরতপুর ইউনিয়নের উত্তর বালুচর গ্রামে আনুষ্ঠানিকভাবে ৬৩ তম এই ওরস শরীফ শুরু হয়। বিভিন্ন জেলা থেকে শত শত মানুষকে আনসার আলী পাগলার দরবারে ভিড় জমতে দেখা গেছে। প্রতিবছর স্থানীয় ভক্ত ছাড়াও বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মানুষ আসেন দুই দিনব্যাপী এই দরবারে।মানত পরিশোধ, রোগমুক্তি, মনবাসনা পূরণ, আধ্যাত্মিক কামিয়াব লাভসহ নানা কারণে আসেন তারা। নারী, পুরুষ, শিশু, কিশোর, বৃদ্ধ সব শ্রেণীর লোকের সমাগম ঘটে এখানে। এই ওরশে প্রতি ওয়াক্তই কয়েক শতাধিক মানুষকে বিনামূল্যে খাওয়ানো হয়। পীরের বাড়ির উঠোনে পাটিতে বসে মাটির পাত্রে খান ভক্ত ও দর্শনার্থীরা।

ওরস উপলক্ষে দরবারের সামনের মাঠে মেলাও বসেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কেরানীগঞ্জ উপজেলার উত্তর বালুচর গ্রামের মরহুম আনসার আলী একজন ধর্মীয় সাধক ছিলেন। ধর্মপালনের পাশাপাশি তার মধ্যে মানুষের সমস্যা সমাধানের মত আধ্যাত্মিক শক্তি ছিল। এই কেরামতির কথা ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভিড় জমাতে থাকেন।

ভক্তদের সংখ্যা বাড়লে তার নিজ বাড়িতে দিনব্যাপী ওরস শুরু হয়। বর্তমানে ৬৩ তম প্রতি বছরে একবার ওরস চলছে এই দরবারে। আনসার আলী (রহ) এর মাজার, ওরস উপলক্ষে মেলা দেখে এবং বর্তমান পীরের লোকদের আতিথেয়তায় খুশি বিভিন্ন জায়গা থেকে আসা ভক্ত ও দর্শনার্থীরা। পাশের গ্রাম থেকে আসা রাসেল নামে এক ভক্ত বলেন, ছোট বেলা থেকে এই দরবারে আসি।

এখানে আসলে আমাদের ভাল লাগে। তখন থেকে দেখেছি এখানে অনেক মানুষ আসে। প্রতিবছরই নতুন নতুন মানুষকে দেখা যায় এখানে। রতন , ইমন মোল্লাসহ কয়েকজন বলেন, দরবারে এসে আমরা প্রথমেই বাবার মাজারে জিয়ারত করি। এর পরে পীরের বাড়ি ঘুরে দেখি। দুইদিন থাকি, খাওয়ার কোনো চিন্তা নেই। বিভিন্ন ফকির ও সাধকের কাছ থেকে ধর্মীয় বানি শুনি আমাদের ভাল লাগে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ কামরুল ইসলাম, এমপি ঢাকা -২, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, অনুষ্ঠান উদ্ভোধক শাহীন আহমেদ, চেয়ারম্যান কেরানীগঞ্জ উপজেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মোঃ আলাউদ্দিন, সদস্য কেরানীগঞ্জ মডেল থানা। হাজী আব্দুল মান্নান, সভাপতি হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগ। আলহাজ্ব মেহেদী হাসান আরিফ, সাধারণ সম্পাদক হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগ।

অনুষ্ঠানের সভাপতিত্ব ও উদ্ভাবধন করেন, হযরতপুর ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান মো.আনোয়ার হোসেন আয়নাল। অনুষ্ঠান পরিচালনা করেন,মো.পান্নুমিয়া সদস্য ৫নং ওয়ার্ড হযরতপুর ইউনিয়ন পরিষদ। কালাম মেম্বার ৬নং ওয়ার্ড, হযরতপুর ইউনিয়ন পরিষদ। এছাড়াও উপস্থিত ছিলেন হযরতপুর ইউনিয়নের নেতাকর্মী ও এলাকার জনগন।

দুই দিনব্যাপী এই ওরশে ধর্মীয় আলোচনা, আধ্যাত্মিক গানসহ নানা আয়োজন থাকে আমাদের। যেহেতু দূর-দূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা আসে সেজন্য আমরা বিনামূল্যে তাদের খাবারের ব্যবস্থা করি। যে যার মতো উঠোনে, মাঠে, মাজার ও মসজিদের বারান্দায় ঘুমায়। কোনো সমস্যা হয় না। এত মানুষের সমাগম হওয়ার পরেও কোনো বিশৃঙ্খলা নেই আমাদের দরবারে। এটা শুধু আল্লাহর রহমত থাকলেই সম্ভব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews