আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ এই শ্লোগানে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ট্রাফিক সচেতনতা র্যালী করেছে সাভার মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে সাভার মডেল থানার পরিদর্শক এএফএম সায়েদের নেতৃত্বে র্যালীটি থানা চত্বর থেকে বের হয়ে বঙ্গবন্ধু চত্বরে পথসভা ও প্রদর্শণ করে একই স্থানে এসে শেষ হয়।
পথসভায় সাভার মডেল থানার পরিদর্শক এএফএম সায়েদ বলেন, আমাদের সড়ক নিরাপদ করতে আরও সচেতন হতে হবে। ফুটওভার ব্রিজ ব্যবহারে পথচারীদের অনুরোধ করে তিনি বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে হলে গাড়ির মালিক, যাত্রী ও চালক সবারই আরও সচেতন হওয়া দরকার। চালকদের উদ্দেশ্যে তিনি বলেন ভ্রমনের সময় অবসাদ অনুভব করলে যে কোন পুলিশ বক্সের পাশে গাড়ি পার্কিং করে চা পানের পর আবার যাত্রা শুরু করবেন। আজকের এই দিনে সড়ক নিরাপদ রাখতে সকলের শপথ গ্রহণ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলামসহ থানার উপ-পরিদর্শকরা।
এদিকে একই প্রতিপাদ্যকে সামনে রেখে আশুলিয়ায় র্যালী করেছে আশুলিয়া থানা পুলিশ। থানা চত্বর থেকে র্যালীটি বের হয়ে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ত্রি-মোড় প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম, পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদসহ থানার সকল পুলিশ সদস্যরা।