প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৬:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২১, ৩:৩২ পি.এম
ঢাকা মেডিক্যালের করোনা আইসিইউতে আগুনে পুড়ে ৩ রোগী নিহত
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন তিনজন।
ঢামেকের নতুন ভবনের তৃতীয় তলায় স্থাপিত আইসিইউতে বুধবার (১৭ মার্চ) সকাল ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— ১১ নম্বর বেডে চিকিৎসাধীন মাদরাসা শিক্ষক আবদুল্লাহ আল মাহমুদ (৪৮), সরকারি একটি প্রতিষ্ঠানের সাবেক প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা (৬৬) এবং ৮ নম্বর বেডের কিশোর চন্দ্র রায়। তিনজনই করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘আইসিইউতে থাকা রোগীরা সবাই ক্রিটিক্যাল কন্ডিশনে ছিলেন। তাদের ভেন্টিলেটর সাপোর্টে রাখা ছিল। আগুন লাগার পরপরই দ্রুত তাদের পুরাতন ভবনের আইসিইউ ও বার্ন ইউনিটের এইচডিইউতে সরিয়ে নেওয়া হয়। আর সেখানেই তিনজনের মৃত্যু হয়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের জিয়া রহমান জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তারা দ্রুতই আগুন নিভিয়ে ফেলে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy