নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে ভোটারের উপস্থিতি কম বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ভোটের সামগ্রিক পরিবেশ ভালো ছিলো বলেও জানানো হয় ব্রিফিংয়ে।
ঢাকা ১৭ উপনির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘স্বল্প মেয়াদে এই সংসদীয় আসনের নির্বাচন হওয়ায় ভোটার উপস্থিতি কম হতে পারে। পরিবেশ শান্ত, আমি দেখে এসেছি। কোনো দিক দিয়েই ভোটের পরিবেশ, ভোটাররা আসতে পারবে না এ ধরনের পরিবেশ আমার নজরে আসে নি। এখানে আমরা সিসি ক্যামেরায় মনিটরিং করছি। সিসি ক্যামেরাতেও আমরা অনিয়মের কোনো চিত্র দেখতে পাই নি।
শান্তিপূর্ণ ভোট হয়েছে দাবি করে রাশেদা বলেন, ‘নৌকার প্রার্থীর দুয়েকজন এজেন্টের হাতে মোবাইল পাওয়া গেলেও পরে তারা জমা দিয়েছে।’