হুমায়ুন কবির:
অনেক জল্পনা কল্পনার অকবসান ঘটিয়ে অবশেষে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আলহ্বাজ হাবিব হাসান। উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. মতিউল হক সহ আওয়ামী লীগ, যুবলীেগর একাধিক নেতােক সাথে নিয়ে মনোনয়ন ফরম কিনেন তিনি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতা শূর্ন্য ঘোষিত ঢাকা-১৮ আসনের একজন অন্যতম মনোনয়ন দাবিদার। এর আগেও তিনটি নির্বাচনে তিনি স্থানীয় সমর্থনে এগিয়ে ছিলেন। এবার উপ নির্বাচন প্রচারণার শুরু থেকে এ নেতাকে ঘিরে তৈরী হয়েছে যথেষ্ঠ সম্ভবনাও।
হেভিওয়েট তালিকায় হাবিব হাসানের নাম না থাকলেও এলাকার তৃন্যমুল নেতাকর্মীদের অধিকাংশই তাকে এ আসনের এমপি হিসেবে দেখতে চায়। অনেকে মনে করছেন উপনির্বাচনে যেসব হেভিওয়েট প্রার্থীদের কথা আসছে তারা মূলত কেউ নিজ থেকে প্রার্থীতা চাননি। আলোচনায় থাকা অনেক কেন্দ্রীয় নেতারা এখন পর্যন্ত ফরম সংগ্রহ করেননি। শেষ পর্যন্ত তারা ফরম তুলবেন না বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে এদের কেউ বা শেখ পরিবারের কেউ শেষ দিনে এসে ফরম সংগ্রহ করলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে অনেকেই মত দিচ্ছেন। তবে গকতাল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী কন্যার মনোনয়ন সংগ্রহের বিষয়টি সামাজিক যোগযোগ মাধ্যমে ফলাও করে প্রচার হলেও বিষয়টি গুজব বলছেন কেউ কেউ। তবে এনিয়ে কেন্দ্রীয় নেতারা কেহ মুখ খোলেননি।
এখন পর্যন্ত যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন-র্, নাজমা আক্তার - সভাপতি যুব মহিলা লীগ, আফছার উদ্দিন খান- কাউন্সিলর ১ নং ওয়ার্ড, মোজােম্মেল হক- উপদেষ্ঠা, নরসিংদী আওয়ামী লীগ, ইসহাক মিয়া-ভাটারা আওয়ামী লীগ, মো.মুসা-সাবেক সচিব, আনিসুর রহমান -এপিএস ( প্রয়াত এমপি), শাহজাহান আলী মন্ডল-সভাপতি বিমান বন্দর আওয়ামী লীগ, মজিবর রহমান- সহ-সভাপতি উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগ, এম এ বাশার- সাবেক প্রেসিডিয়াম সদস্য ,যুবলীগ,ইয়াদ আলী ফকির-সহ-সভাপতি ভাষানটেক থানা আওয়ামী লীগ, জাহিদুল ইসলাম মোল্লা- কাউন্সিলর-৪৬ নং ওয়ার্ড, মনোয়ারুল ইসলাম চৌধুরি, সভাপতি উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগ, এম এ রাজ্জাক খান-চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ, মমতাজুল করিম-সাবেক সদস্য ,উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগ, খসরু চৌধুরী -সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা উত্তর ছাত্রলীগ, নাজমুল হক বাবু- সাবেক সদস্য, আওয়ামী লীগ উপ কমিটি, এস এম মাহফুজুল হক নুরুজ্জামন- সাবেক ডিআইজি, মো. নাজিম উদ্দিন- সাবেক সহসভাপতি, ঢাকা উত্তর আওয়ামী লীগ, এস এম তোফাজ্জল হোসেন- সাবেক চেয়ারম্যান দক্ষিন খান, মমতাজ উদ্দিন মেহেদী, সাবেক সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, সরদার বেলায়েত হোসেন, যুবলীগ ও সৈয়দ শামীম রেজা- ফরিদপুর জেলা আওয়ামী লীগ..
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy