ঢাকা ১৯ আসনে এমপি হিসেবে ট্রাক প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হলেন মোহাম্মদ সাইফুল ইসলাম।
রবিবার (০৭ ই জানুয়ারী) সারাদেশের ন্যায় ঢাকা-১৯ আসনে (সাভার ও আশুলিয়ার) সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনী কার্যক্রম শেষে ভোট গণনার পরে,
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ফেরদৌস ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে তিনি একটি বার্তা প্রেরন সীট প্রদান করেন।
ঢাকা-১৯ আসনে মোট ১০ জন প্রাথী প্রতিদ্বন্দ্বীতা করেন,এর মধ্যে নব-নিবাচিত সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম ট্রাক প্রতীক মোট ৮৪৪১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন,এর প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালুকদার মোঃ তৌহিদ জং( মুরাদ) ঈগল প্রতীক পেয়েছেন ৭৬২০২ ভোট, ডাঃ মোঃ এনামুর রহমান নৌকা প্রতীক পেয়েছেন ৫৬৩৬১ ভোট।
এর আগে তিনি ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশের মধ্যে রেকর্ড সংখ্যাক ভোট পেয়ে নির্বাচিত হন।
নব-নিবাচিত সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,এ বিজয় সাভার ও আশুলিয়ার সর্বত্র জনগণের,আমি সাভার ও আশুলিয়া বাসীর নিকট কৃতজ্ঞ।