নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ১৫ দিনে ১১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনাভাইরাস পজিটিভে ২৯ জন পুরুষ এবং ১১ জন নারীসহ ৪০ জন । আর অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। ঢামেক হাসপাতালে ২মে থেকে শুরু করা করোনা ইউনিটে বুধবার বিকাল ৫ টা পযর্ন্ত করোনা ইউনিটে নারী ও পুরুষ মিলে ২৩৮৬ জন মারা গেছেন । এদের মধ্যে ৩৯৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান ।
ঢামেক হাসপাতালের মর্গ অফিসের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর বুধবারে বিকালে এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৫ দিনে করোনা ইউনিট নতুন করে আরো ১১২ জন মারা গেছেন ।
তাদের মধ্যে ২৯ জন পুরুষ ও ১১ জন নারীসহ ৪০জন করোনা পজিটিভে মারা যান। আমাদের এই হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শিশু করোনা ইউনিট সহ ৪ টি ইউনিট চালু করা হয়েছে। এখানে রোগী ভর্তি ও চিকিৎসা জন্য ২৪ ঘণ্টাই খোলা রয়েছে। করোনা রোগী ভর্তি এবং মৃত্যুর সংখ্যা প্রতি দিনই আপডাউন হচ্ছে। যারা করোনাভাইরাসে উপসর্গ নিয়ে মারা গেছেন তাদের লাশগুলো আত্মীয়-স্বজনের কাছে প্রর্যায়ক্রমে হস্তান্তর করা হয়েছে। আর করোনা পজিটিভে যারা মারা গেছেন সেই সব লাশ করোনা বিধিমোতাবেক তাদের আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে বলেও তিনি জানান ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy