প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ১:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২১, ১০:০৬ পি.এম
তজুমদ্দিনে খাবারে নেশা মিশিয়ে ও কুপিয়ে স্বর্ণালংকারসহ মালামাল লুটপাট
নিজস্ব প্রতিবেদক: ভোলার তজুমদ্দিনের শম্ভুপুরে রাতে খাবারের সাথে নেশা মিশিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মালামাল লুট করা হয়েছে। এঘটনায় অচেতন ও আহত ৫ জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রবিবার দিবাগত রাতে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোলকপুর গ্রামের করিম ফরাজী বাড়ীতে এঘটনা ঘটে। ওই বাড়ীর আঃ শহিদের ঘরে কৌশলে রাতের খাবারের সাথে দুষ্কৃতিকারীরা নেশা জাতীয়দ্রব্য মিশিয়ে দেন।পরিবারের সদস্যরা খাবার খেয়ে অচেতন হয়ে পড়লে রাতে দুষ্কৃতিকারীরা ঘরে ঢুকে স্বর্ণালংকার, মোবালইল ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে। এসময় আঃ শহিদের অন্তঃসত্ত্বা স্ত্রী বিবি ছকিনা টের পেয়ে ডাক-চিৎকার দিলে ভাংগা কাঁচ দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে যখম ও পেটে লাথি মেরে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা অচেতন অবস্থায় গুরুতর আহত ছকিনা (৪০) আছুরা (৬০), বেলাল (৩০) সজিব (১২) ও রোমানা (৮) সহ ৫ জনকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন।
এস আই মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে ভর্তি অসুস্থ্য দের খোঁজ খবর নিয়েছি। ঘটনার তদন্ত করে অপরাধীদের সনাক্ত করার চেস্টা চলছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy