প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৪, ১১:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২১, ৫:৪১ এ.এম
তহশিলদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়ায় সন্ত্রাসী কায়দায় ফসল কর্তন
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার মদদে প্রকাশ্যে সাংবাদিক আনিছুর রহমানের পরিবারের ভোগ দখলীয় ও রেকর্ড ভুক্ত জমির ফসল কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এরআগে বৃহস্পতিবার আবুল কালাম বাদী হয়ে রৌমারী উপজেলার সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাহাদৎ হোসেনসহ ৮জনের নাম দিয়ে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
রৌমারী থানার উপ-পরিদর্শক(এসআই) আলমাছ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে শুক্রবার রাতে ওই ফসলি জমিটি সরেজমিন পরিদর্শন করে মিমাংসার লক্ষ্যে দুই পক্ষকেই কাগজপত্র নিয়ে রোববার সকাল ১০টায় থানায় হাজির হতে বলা হয়েছিল। কিন্তু বিবাদীরা তা না মেনে শনিবার সকালে ক্ষেতের সব সরিষা তুলে নিয়ে গেছে।
সাংবাদিক আনিসুর রহমান জানান, তার চাচা আবুল কালাম পৈত্রিক সূত্রে পাওয়া ১৫শতক জমি দীর্ঘ ৫৩বছর ১৯৬৮সাল থেকে খাজনা দিয়ে ভোগদখল করে আসছেন। যার আরএস খতিয়ান নং ২২৪৯, হোল্ডিং ২২৪৯,দাগ নং ২২১৯। যাদুরচর পূর্বপাড়া এলাকার মৃত কেরামত আলীর ছেলে আবুল ফজল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জোর পূর্বক ক্ষেতের সব সরিষা তুলে নিয়ে যাবে বলে আগে থেকেই হুমকি দিয়ে আসছিলেন। এ বিষয়ে বৃহস্পতিবার রাতেই রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। থানায় লিখিত অভিযোগ দেবার পরও শনিবার সকালে আবুল ফজলের নেতৃত্বে ৪০/৫০ জনের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত এলাকায় ভয়ভীতি স্বতস্ত্র অবস্থায় সৃষ্টি করে আমাদের জমির সরিষা তুলে নিয়ে যায়।
জমির মালিক আবুল কালাম অভিযোগ করে বলেন, তার এ রেকর্ডিয় ও ভোগদখলীয় জমিটি অবৈধ ভাবে আবুল ফজল গংদেরকে দখলে নিতে, বিভিন্ন ভাবে উস্কানী-মদদ দিয়ে যাচ্ছেন রৌমারী সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাহাদৎ হোসেন। তিনি আরো বলেন,আবুল কালাম গংদের রেকর্ডভুক্ত ও ভোগদখলীয় ১৫শতক জমি যাদুরচর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাহাদৎ হোসেন মোটা অংকের টাকার বিনিময়ে ২০১৭ সালে একই এলাকার আবুল ফজল গং’র নামে নামজারি করে দেন। পরবর্তীতে আমরা মিস কেস দায়ের করলে ২০২০ সালে আবুল ফজল গং’দের নামের নামজারি মামলাটি বাতিল করা হয়। এরপর তহশিলদার সাহাদৎ হোসেন রৌমারী সদর ইউনিয়নে বদলি হোন। একই বছরে যাদুরচর ইউনিয়ন ভূমি অফিসে অতিরিক্ত দায়িত্ব পান ওই তহশিলদার। পুনরায় টাকার নিয়ে এই জমিটি পুনরায় ডিসেম্বর মাসে আবুল ফজল গং’র নামে নামজারি করে দেন তহশিলদার।
স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়াহেদ (৬৫) জানান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাহাদৎ হোসেন সরেজমিন মাঠ পরিদর্শন,জরিপ না করে অফিসে বসে মনগড়া তদন্ত প্রতিবেদন তৈরি ও প্রস্তাব দিয়ে অবৈধ পন্থায় নামজারি করে দেবার কারণে জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে। ওই তহশিলদার থাকাকালীন সময়ে অনেক গরিব মানুষের জমিজমা সংক্রান্ত জটিলতা তৈরি করে গেছেন।
অভিযুক্ত রৌমারী সদর ইউনিয়ন ভূমি সহকারী সাহাদৎ হোসেন উস্কানী দেবার কথা অস্বীকার করে বলেন,আবুল ফজল গং যা করছেন তা আইন মেনে করছেন। জমি তাদের দখলে থাকায় সরিষা তুলে নিয়ে গেছে। এছাড়াও বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। সঠিক তদন্তপূর্বক ব্যবস্থা নিতে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।
রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন। জমি থেকে কেটে নেওয়া সরিষা জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy