ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ | প্রিন্ট
তাইওয়ানে ১৩ তলা ভবনে অগ্নিকাণ্ড, নিহত ২৫
দক্ষিণ তাইওয়ানে একটি ১৩ তলা ভবনে আগুন লেগে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকে।
দেশটির কাওসিউং শহরের দমকল বিভাগের কর্মকর্তারা জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৩ টার দিকে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
কাওসুংয়ের দমকল বিভাগের একজন মুখপাত্র বলেন, ভবনটিতে ১৪ জনের জীবত হওয়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া আহতদের মধ্যে ৫১ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়ে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে ধারণা করা হচ্ছে।
দমকল দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, আগুনটি ছিল “অত্যন্ত ভয়াবহ”। এটি ভবনের অনেকগুলো তলা ধ্বংস করে দিয়েছে।
ভবনটিতে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছে দমকল বিভাগের কর্মকর্তারা।
তবে প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানান, তারা ভোর ৩ টার দিকে একটি বিস্ফোরণের শব্দ শুনে। এরপরই ভবনটিতে অগ্নিকান্ড দেখতে পায়।
জানা গেছে, ভবনটি প্রায় 40 বছরের পুরনো। এটির নিচের তলায় দোকান এবং উপরে অ্যাপার্টমেন্ট রয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy