মোঃ জিপরুল হোসাইন :
সিরাজগেঞ্জর তাড়াশ পৌর সদরের দাস পাড়াতে সনাতন ধর্মের ২৪ প্রহর ব্যাপী মহানামযজ্ঞা ও লীলা কীর্তন শুরু হয়েছে।তাড়াশ পৌর সদর দাস পাড়া সার্বজনীন শ্রী শ্রী কালীমাতা ও দূর্গামাতা মন্দির প্রঙ্গনে ওই মহানামযজ্ঞা ও লীলা কীর্তন উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিন দিন ব্যাপী শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র, সাধারণ সম্পাদক আশুতোষ স্যানাল, তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নিরাপদ দাস, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম, যুগ্ম আহবায়ক শুকুর মির্জা পৌর বিএনপির নেতা হাসান খন্দকার প্রমুখ।
অনুষ্ঠানকে ঘিরে টাঙ্গাইল,জামালপুর, শেরপুর, সিরাজগঞ্জ,বগুড়া, খুলনা ও ভারতের শিল্পী গোষ্ঠীরা অনুষ্ঠানে অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করবেন। ইতিমধ্যেই বিভিন্ন শিল্পীরা লীলা কীর্তন পরিবেশন করে অনুষ্ঠান কে প্রাণবন্ত করে তোলছেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে ভক্তবৃন্দরা আসতে শুরু করেছেন।
এ অনুষ্ঠানকে ঘিরে সনাতনধর্ম সহ অন্যান্য ধর্মলর্ম্বীদের মাঝে ভাতৃত্ববোধ জাগরিত হয়। তৈরি হয় নিজেদের পারস্পারিক সম্পর্কের মেলবন্ধন। বিশ্বশান্তি কল্পে প্রতিবছর এ অনুষ্ঠানের আয়োজন করা হোক। সুন্দর ও সাবলীল ভাবে এ লীলা কীর্তন অনুষ্ঠান উদযাপন করতে পারেন এমনটাই প্রত্যাশা করেন প্রধান অতিথি সুইচিং মং মারমা।