সোহেল রানা তানোর প্রতিনিধি
রাজশাহী তানোর উপজেলার ২ নং বাধাইড় ইউপিতে বাংলাদেশ সরকারের বিনামূল্যে ভি.জি.ডির চাল বিতারণ করা হয়।
চলতি মাসের ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাধাইড় ইউপি চত্বরে বাধাইড় ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে ভি.জি.ডির চাল বিতারণের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-১ সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন: তানোর উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব লুৎফর হায়দার রশিদ ময়না।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জনাব শরিফ খাঁন।
তানোর উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সনিয়া সরদার। তানোর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তালন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল কাসেম। তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী।
মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমিন। পাঁচন্দর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন। কলমা ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম সপন। তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম। তানোর উপজেলা যুবলীগের সংগঠনিক সম্পাদক ও মুন্ডুমালা পৌর কাউন্সিলর নাহিদ ইসলাম। জেলা যুবলীগ নেতা আরিফ রায়হান তপন, যুবলীগ ও সিজার সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
একিই দিন বিকালে তানোর মুন্ডুমালা পৌরসভার আয়ড়ার মোড় হতে বাকইল হাট পর্যন্ত প্রায় ১৫ কোটি টাকা ব্যায়ে রাস্তার প্রশস্ত ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন তানোর_গোদাগাড়ীর উন্নয়নের রুপকার আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি ও অতিথি বৃন্তরা।