মো. মাসুদ রানা তালুকদার :
পায়রাবন্দর তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে চলমান আন্দোলন সফল করতে গা ঢাকা দিয়েছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সম্পাদক রবিউল আউয়াল অন্তর। নিখোজের ৫৪ ঘন্টা পর রবিবার সকাল সাড়ে ছয়টায় ঢাকার কামরাঙ্গীর চর এলাকার আশ্রাফাবাদ নবীনগর এলাকায় একটি বসত ঘর থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে আশ্রয়দাতা মোঃ আনাছ আহম্মেদ প্রান্ত (২৬) ও মোঃ আসাদ (২২) পুলিশকে জানান, অন্তরের পারিবারিক সমস্যা, তাপ বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলন সফল হলে তিনি চলে যাবেন বলেছেন।
রবিবার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার আনোয়ার জাহিদ।
পুলিশ সুপার বলেন, গত বৃহস্পতিবার গভীর রাতে নিখোঁজ হন অন্তর।কলাপাড়া-পটুয়াখালী সড়কের রজপাড়া মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে পরিত্যাক্ত অবস্থায় তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করার পরে পুলিশ তার পরিবারের সদস্যদের জানালে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়।
শুক্রবার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৬ কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন অন্তরের বড় ভাই তুষার আল মামুন। এরপর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে বিভিন্ন তথ্য, উপাত্ত সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার ভোর সাড়ে ৬ টায় ঢাকা জেলার কামরাঙ্গীর চর থানাধীন আশ্রাফাবাদ নবীনগরের নার্সারী গলির নুর হোসেন ওরফে বাবুল এর বাসা থেকে মোঃ রবিউল আউয়াল অন্তর কে উদ্ধার করা হয়। উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে অন্তর পুলিশকে জানান, ৬ ফেব্রুয়ারি রাত অনুমান ১০.৪৫ মিনিটে কলাপাড়া মহিলা কলেজ রোডের নিজস্ব ব্যবসা প্রতষ্ঠিান গ্রাফিক্স ওর্য়াল্ড বন্ধ করে বাসায় যওয়ার পথে কলাপাড়া-পটুয়াখালী সড়কের রজপাড়া মাদ্রাসা সংলগ্ন সড়কে অজ্ঞাতনামা ব্যক্তিরা সাদা মাইক্রোবাসযোগে এসে মোটরসাইকেল চাপা দিয়ে তাকে রাস্তার পাশে ফেলে দেয়। তাৎক্ষনিক তারা মাইক্রোবাস থেকে নেমে জোরপূর্বক তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে মাওয়ায় নিয়ে ফেলে দেয়। পরবর্তীতে তিনি নিজে বাসযোগে ঢাকায় তার বন্ধু মোঃ আল-আমিনের কাছে চলে যান। ঐ দিন রাত্রে মোঃ আল-আমিন তাকে কামরাঙ্গীরচর এলাকায় তার বন্ধুর বাসায় রেখে আসেন।
আল-আমিনের বন্ধু অন্তরের আশ্রয়দাতা মোঃ আনাছ আহম্মেদ প্রান্ত (২৬), পুলিশকে জানান তিনি মোঃ নুর হোসেন ওরফে বাবুল এর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। গত ৭ ফেব্রুয়ারি রাত ১১ টার দিকে বন্ধু মোঃ আল-আমিন তার বাসায় অন্তরকে নিয় আসে এবং বলে পারিবারিক সমস্যার কারনে অন্তর তাদের বাসায় কিছুদিন থাকবে এবং সমস্যা সমাধান হলে সে চলে যাবে।
অপর আশ্রয়দাতা মোঃ আসাদ (২২) পুলিশকে জানান, সে পেশায় একজন শ্রমিক। নুর হোসেন ওরফে বাবুল এর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। গত ৭ ফেব্রুয়ারি রাতে তার রুমমেট প্রান্তের বন্ধু মোঃ আল-আমিন অন্তরকে তাদের কাছে রেখে যায়। তাদের কাছে আসার পর অন্তর বাসা থেকে বের হতো না। বাহির থেকে তারা খাবার এনে দিতো। একসময় অন্তর তাদের বলে তার এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে তাদের আন্দোলন চলছে এই আন্দোলন সফল হলে সে তার বাসায় চলে যাবে। পরবর্তীতে রবিবার সকালে পুলিশ খোঁজ পেয়ে তাদের মেসে এসে অন্তরসহ তাদেরকেও নিয়ে আসেন।
Leave a Reply