প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৮:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২১, ১২:২৯ এ.এম
তারাবির নামাজে সহিংসতা,চট্টগ্রামে জামায়াত নেতা গ্রেফতার
সোমেন সরকার নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তারাবির নামাজকে কেন্দ্র করে সহিংসতাকারী আলী হায়দার (৩৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ মে) সকালে থানার চান্দগাঁও আবাসিক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।আলী হায়দার চান্দগাঁও থানার পূর্ব ফরিদার পাড়ার আব্দুল আজিজ খলিফার বাড়ির বাসিন্দা আবুল হাশেমের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, এ বছর রমজানের দ্বিতীয় তারাবির নামাজের দিন চান্দগাঁও আবাসিক জামে মসজিদে নামাজ পড়া নিয়ে কমিটির সঙ্গে কিছু মুসল্লির সমস্যা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিষয়টি সমাধান করে দেয়।
কিন্তু ঘটনা শেষে ফিরে আসার পথে পুলিশের ওপর হামলা চালায় একদল বিশৃঙ্খলাকারী। তারা আবার মসজিদের গেটও ভাঙচুর করে।
এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করে। পরে যাচাই-বাছাই শেষে পাঁচজনকে সহিংসতা মামলায় গ্রেফতার দেখিয়ে বাকিদের ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত বেশ কয়েকজন আসামি পলাতক ছিল।
তাদের মধ্যে অভিযান চালিয়ে আজ (শুক্রবার) সকালে একজনকে গ্রেফতার করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy