1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
তারিনের প্রেমে সালমান মুক্তাদির!
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন

তারিনের প্রেমে সালমান মুক্তাদির!

  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০, ৪.৩৫ পিএম
  • ২৬০ বার পঠিত

বিনোদন ডেস্ক: প্রথমবার একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী তারিন জাহান ও ইউটিউবার সালমান মুক্তাদিরকে। এ দুজনকে নিয়ে ‘মেঘলা মনের মেয়ে’ নামের একটি নাটক নির্মাণ করলেন গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী।

ফারিয়া হোসেনের চিত্রনাট্যে তুহিন বড়ুয়ার প্রযোজনায় নির্মিত এ নাটকে উঠে আসবে তারিন ও সালমানের অসম প্রেম। বাস্তবেও একে অপরের বয়সের ব্যবধান বেশ! বর্তমানে এর শুটিং চলছে।

 ‘মেঘলা মনের মেয়ে’ নাটকের দৃশ্যে তারিন জাহান ও সালমান মুক্তাদির

‘মেঘলা মনের মেয়ে’ নাটকের দৃশ্যে তারিন জাহান ও সালমান মুক্তাদির

শুটিং ইউনিট থেকে চয়নিকা চৌধুরী বলেন, তারিন ও সালমান এবারই প্রথম মুখোমুখি হলো। চলছে শেষ দিনের কাজ। তারিনের সঙ্গে আমার কাজের সংখ্যা প্রচুর। মাঝের ছয় বছর আমরা দুজন একসঙ্গে কোনো কাজ করিনি। সালমানের সঙ্গেও আমার ও তারিনের প্রথম কাজ।

‘মেঘলা মনের মেয়ে’র নাম ভূমিকায় দেখা যাবে তারিন জাহানকে। আর তার প্রেমিক চরিত্রে দেখা যাবে সালমান মুক্তাদিরকে। আরো অভিনয় করছেন মিলি বাশার ও সামিয়া অথৈ। আসছে ঈদের নির্মিত হচ্ছে নাটকটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews