রেখা মনি নিজস্ব প্রতিবেদকঃ
তালাক কার্যকরের আগেই বিয়ের পাত্রী খুঁজছেন নোবেল
গায়ক নোবেলের সঙ্গে বিচ্ছেদ চেয়ে গত ১১ সেপ্টেম্বর তার ঠিকানায় তালাকনামা পাঠিয়েছেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ। তালাকনাম হাতে পেলেও তাকে স্বাক্ষর করবেন না বলে এর আগে সমকালকে জানান নোবেল।
সঙ্গে এও জানান এবার বিচ্ছেদের পর বাবা-মায়ের পছন্দে বিয়ে করবেন তিনি। তাকে বিয়ে করতে এমপি মন্ত্রীর মেয়েরা বসে রয়েছে।
তবে তালাক নামায় স্বাক্ষর না করলেও তিন মাসের মধ্যে তা কার্যকর হয়ে যাবে। তবে তালাক কার্যরের আগেই পাত্রী খোঁজা শুরু করেছেন তিনি।
ফেসবুকে পাত্রী চাই লিখে পোস্ট দিয়েছেন। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে নোবেল লিখেছেন, ‘পাত্রী চাই!’ নোবেলের সেই পোস্টে এ পর্যন্ত ৭০ হাজার রিয়্যাক্ট ও ২৭ হাজার মন্তব্য এসেছে।