মুজিব বর্ষ ও জাতীয় শোক দিবস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ ভারসাম্য রক্ষার্থে জেলা জুড়ে ৫ হাজার তাল গাছ চারা রোপণ কর্মসূচি বাস্তবায়নে জয়পুরহাটে তালবীজ নয়"সরাসরি তাল গাছের চারা রোপণ করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন,জেলা পুলিশ সুুপার মাছুম আহাম্মদ ভুঞা-পিপিএম-সেবা।
শনিবার (২১ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ জয়পুরহাট জেলা শাখা ও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-জেডিও'র আয়োজনে নিজস্ব অর্থায়নে এবং মিডিয়া পার্টনার জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকা'র সার্বিক তত্ত্বাবধায়নে জেলা পুলিশ সুপার কার্যালয় চত্বরে মুক্তিযোদ্ধা ভাস্কর্য প্রাঙ্গণে পুলিশ সুুপার মাছুম আহাম্মদ ভুঞা-পিপিএম-সেবা তাল গাছের চারা রোপণ করে এ কর্মসূচির শুভ উদ্বোধনের মধ্যদিয়ে শুভ সূচনা করা হয়। এবং পুলিশ সুপার কার্যালয় থেকে শুরু করে প্রথম দিনেই জেলার বিভিন্ন স্থানে ৮০ টি তাল গাছের চারা রোপণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জয়পুরহাট জেলা অতিরিক্ত পুলিশ সুুপার তরিকুল ইসলাম,জেলা বিশেষ শাখা'র অফিসার ইনচার্জ (ডিআইওয়ান) কাউসার আলী,বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ জেলা শাখা'র আহ্বায়ক ও কর্মসূচির প্রধান আয়োজক রফিকুল ইসলাম নয়ন,ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-জেডিও'র সহকারী পরিচালক আহাদুজ্জামান সৌরভ,মিডিয়া পার্টনার জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকা'র জয়পুরহাট জেলা প্রতিনিধি ও আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সাঃ-সম্পাদক নিরেন দাস,কর্মসূচির উদ্যোক্তা সদস্য সুমন সরদার, উদ্যোক্তা সদস্য ও ছাত্র নেতা মোরছালিনসহ জেলা পুলিশের বিভিন্ন পদের পুলিশ কর্মকর্তাবৃন্দরা।
তাল গাছের চারা রোপণ উদ্বোধনী পর্ব শেষে পুলিশ সুুপার মাছুম আহাম্মদ ভুঞা-পিপিএম-সেবা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালে বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ ভারসাম্য রক্ষার্থে সারাদেশে তালবীজ রোপণ প্রকল্প হাতে নিয়ে প্রকল্পটি বাস্তবায়নে দেশব্যাপী কার্যক্রম শুরু করেন এবং বজ্রপাত প্রতিরোধক ক্ষমতাধর বৃক্ষ তাল গাছের তালবীজ রোপণের জন্য প্রধানমন্ত্রী এখনো সকলের প্রতি আহ্বান জানিয়েই আসছেন।
পুলিশ সুুপার আরও বলেন,এতদিন তালবীজ রোপণ করা হলেও আমার দৃষ্টিতে এই প্রথম তাল গাছের চারা রোপণ করা হচ্ছে।প্রতি বছরই বজ্রপাতে অসংখ্য মানুষের মৃত্যু হয়ে থাকে যে বজ্রপাত প্রতিরোধ ক্ষমতাটি তাল গাছের রয়েছে। এ কথা চিন্তা করে এমন একটি মহৎ কর্মসূচি হাতে নেয়াই এই কর্মসূচির আয়োজক ও উদ্যোক্তাসহ সবাইকে জয়পুরহাট জেলা পুলিশের পক্ষথেকে অভিনন্দন জানিয়ে তিনি আরও বলেন,শুধু জেলা সদরে নয় আপনারা এতো সুন্দর একটি কর্মসূচি যখন হাতে নিয়েছেনই সেজন্য আমি বলছি জয়পুরহাট জেলার প্রতিটি উপজেলায় ১ হাজার করে শুধু তাল গাছের চারাই রোপণ করুণ। আপনাদের জেলা জুড়ে তাল গাছের চারা রোপণ কর্মসূচি সফল করতে জেলা পুলিশের পক্ষথেকে সকল প্রকার সহযোগীতা করা হবে বলে তিনি তাল গাছ চারা রোপণ কর্মসূচির সফলতা কামনা করে উদ্যোক্তা ও আয়োজকদের উদ্বুদ্ধ করেন।
এ কর্মসূচির প্রধান উদ্যোক্তা বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ জয়পুরহাট জেলা শাখা'র আহ্বায়ক রফিকুল ইসলাম নয়ন বলেন,মুজিব বর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমাদের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে জেলায় বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ ভারসাম্য রক্ষার্থে তালবীজ রোপণের পরিবর্তে। জেলা জুড়ে ৫ হাজার পিছ তাল গাছের চারা রোপণ কর্মসূচি আমরা হাতে নিয়েছি।আমাদের এ কর্মসূচি সফল করতে জেলা পুলিশ সুুপার মাছুম আহাম্মদ ভুঞা-পিপিএম-সেবা মহোদয়ের মাধ্যমে পুলিশ সুুপার কার্যালয় চত্বরে দুটি তাল গাছের চারা রোপণ করে কর্মসূচির শুভ উদ্বোধনের মধ্যদিয়ে প্রথম দিনেই জেলার বিভিন্ন স্থানে ৮০ টি তাল গাছের চারা রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার পাঁচটি উপজেলাতেই ৫ হাজার পিছ শুধু তাল গাছের চারা রোপণ করা এবং এই কর্মসূচিতে জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকা কে মিডিয়া পার্টনার হিসেবে পাশে থেকে সার্বিক সহযোগীতায় করাই আমাদের সংগঠনের পক্ষথেকে চির কৃতজ্ঞতা জানাচ্ছি।