কাজী মোতাহার হোসেনঃ
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে দূর্যোগ সহনশীল ঘর পরিদর্শন করা হয়েছে। বুধবার (১৭জুন) সকালে বৃদ্ধা অছিদান বিবির ঘর পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান। বৃষ্টিকে উপেক্ষা করে কাদাঁ ও নর্দমাযুক্ত পথ হেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া দূর্যোগ সহনশীল ঘর পরিদর্শন করেন তিনি।
বিধবা অছিদান বিবির বয়স প্রায় ৭৫ বছর ,তিনি বোয়ালিয়া গ্রামে বাস করেন। বৃদ্ধ মানুষটি বয়সের ভারে নুয়ে পরেছেন। এমন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া দূর্যোগ সহনশীল একটি ঘর তার জন্য ইউপি চেয়ারম্যান বাবুল শেখ তালিকাভুক্ত করে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহানের কাছে দিলে তিনি অছিদান বিবির জন্য ঘর বরাদ্দ দেন।
বৃদ্ধা অছিদান বিবি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার পেয়ে আমি অনেক খুশি। শেষ বয়সে হলেও অন্তত একটি মাথা গোজার মত সুন্দর ঘর পেয়েছি। এমন বৃষ্টির দিনে কাদাঁ রাস্তা দিয়ে পায়ে হেটে ইউএনও সাহেব আসছেন এতে আমি ও এলাকার সবাই খুব খুশি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন।
এ ব্যাপারে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া দূর্যোগ সহনশীল ঘর পরিদর্শনে কাদাঁ রাস্তায় পায়ে হেটে ইউএনও মহোদয় প্রত্যান্ত গ্রামে গিয়েছেন। তিনি সুদক্ষ কঠোর ও কঠিন পরিশ্রমী মমতাময়ী নির্বাহী অফিসার। বৃষ্টির মধ্যে দিয়ে কাঁদা যুক্ত রাস্তা পেরিয়ে, দেশরত্ন শেখ হাসিনার দূর্যোগ সহনশীল ঘর পরিদর্শন করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান বলেন ,প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া দূর্যোগ সহনশীল ঘর পরিদর্শন করেছি যা তাদের জন্য সময় উপযোগী উপহার হয়েছে।