বিষয়টি নিশ্চিত করেছেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল।
এ কর্মকর্তা আরো জানান, চর বজরা গ্রামের দেলাবর হোসেনের পুত্র মতিয়ার রহমান,পুত্র জিল্লুরর রহমান, ভাই খয়বার রহমান ও মোখলেছার রহমানরা দীর্ঘদিন ধরে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন।
খবর পেয়ে মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জিল্লুর রহমানের ৫০ হাজার টাকা জরিমানা ও দুইটি ড্রেজার (স্যালো) মেশিন জব্দ করা হয়।