আশিফুজ্জামান শরাফত, চট্টগ্রাম:
তুচ্ছ বিষয় নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে। দু’ঘণ্টা ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। ধারালো অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে তিন পক্ষের নেতাকর্মীদের।
সংঘর্ষে জড়িতদের মধ্যে বিজয় ও সিএফসি শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সিক্সটি নাইন নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
জানা গেছে, বিজয়ের অনুসারী এক কর্মীকে এবং সিএফসির অনুসারী এক কর্মীকে মারধর করেছে সিক্সটি নাইনের অনুসারীরা। যার ফলে বিজয় ও সিএফসির অনুসারীরা একসঙ্গে সিক্সটি নাইন গ্রুপের মুখোমুখি হয়। এসময় তাদের রাম-দা, স্ট্যাম্প, রডসহ বিভিন্ন অস্ত্র হাতে অবস্থান নিতে দেখা যায়। এছাড়া ঘটনাস্থলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণেরও শব্দ শোনা গেছে।
সহকারী প্রক্টর আহসানুল কবির পলাশ বলেন, আমরা ঘটনাস্থলে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসন মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। তবে, ঘটনার সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায় নি।
এর আগে ৫ ও ৬ জানুয়ারি পরপর দু’দিন রাতে সংঘর্ষে জড়িয়েছিল শাখা ছাত্রলীগের দুটি উপপক্ষ। এতে উভয় পক্ষের ১১ নেতা আহত হন। ওই দুই দিনের ঘটনায় ছাত্রলীগের ছয় নেতা কর্মীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ