আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
তুরাগ নদীতে ট্রলারডুবি: ৬ জনের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ১
ঢাকার গাবতলীসংলগ্ন তুরাগ নদীতে ডুবে যাওয়া ট্রলারের আরও এক যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকালে আমিনবাজার কয়লার ঘাটের কাছে উদ্ধার হওয়া ওই লাশটি একজন নারীর। তার বয়স আনুমানিক ৩০ বছর।
এ নিয়ে মোট ৬ টি লাশ উদ্ধার হলো। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন বলে ফায়ার সার্ভিস এক ক্ষুদেবার্তায় জানিয়েছে।
বালুবাহী একটি খালি ট্রলারে চড়ে কয়েকজন নদীর এপার থেকে ওপার যাওয়ার সময় আমিনবাজার কয়লার ঘাটের কাছে শনিবার সকালে ডুবে যায়।
ট্রলারে থাকা ১০ জনকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করলেও সাত-আটজন নিখোঁজ ছিলেন।
ঘটনার দিন দুপুরে তিনজন ও বিকালে দুজনের লাশ উদ্ধার করা হয়। দুদিন পর আজ সোমবার আরও একজনের লাশ উদ্ধার করা হলো।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy