তৃতীয় দিনের লকডাউনে বৃষ্টি হওয়ায় ভুরুঙ্গামারী প্রানকেন্দ্রগুলো ফাকা,বিপাকে শ্রম জীবী মানুষ
কাজল, ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলায় ৩ জুলাই শনিবার লকডাউনের তৃতীয় দিন।লকডাউনে মানুষের উপস্থিতি একিবারে কম।হাটের দিন হওয়ায় বাজারের ভিতরে এক থেকে দেড়শো লোকের সমাগম ছিল খুবই অল্প সময়ের জন্য।
মানুষ স্বাস্থ্য বিধি মেনে প্রয়োজনীয় কাঁচাবাজার শেরে বিকেল ৫ টার মধ্যে জনশূন্যে পরিনিত হয় বাজার।
শহরের রাস্তা গুলো একিবারে ফাঁকা।উপজেলায় গত দুদিন থেকে বৃষ্টি হওয়ায় মানুষ আরো সুন্দর ভাবে লকডাউন পালন করছে।বৃষ্টি হওয়ায় ঘর থেকে প্রয়োজন ছারা বের হচ্ছে না মানুষ।
রিক্সা,ভ্যান,অটো চালক সহো খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা তাদের পরিবার নিয়ে বসে পড়েছে। ঘরে নেই কোনো জমানো খাবার না খেয়ে থাকতে হচ্ছে অনেক পরিবারকেই।
উপজেলাতে সর্বাদিক নজরদারি চালিয়ে যাচ্ছেন, উপজেলা নির্বাহী অফিসার, ভূমি কর্মকর্তা,স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা,কষি কর্মকর্তা,পুলিশ,বিজিবি ও আনসারের সদস্য বৃন্দরা ।
Leave a Reply