
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি :
মঙ্গলবার তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ওয়ার্ডবয় আকতার হোসেন ১৪দিন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থাকার পর করোনা যুদ্ধে জয়ী হয়ে ছাড়পত্র নিয়ে পরিবারের কাছে ফিরেছে।
ওয়ার্ডবয় আকতার সুস্থ হওয়ায় তত্ত্বাবধানে থাকা হাসপাতালের চিকিৎসক ডা. আবু সিনাহ মোহাঃ মুশফিকুর রহমান প্রাতিষ্ঠানিক আইসোলেশন থেকে নিজ পরিবারের কাছে ফেরার ছাড়পত্র দেন। উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা ও উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবুল কাশেম তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে ৫ হাজার টাকার চেক হাতে তুলে দেন। এসময় হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ হারুন অর রশিদ, মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাসুদ হাসান, মেডিকেল অফিসার ডাঃ মোঃ রায়হানুল কবীর ও মেডিকেল অফিসার ডাঃ আরিফা বেগম প্রমি সহ অন্যান্য স্টাফ ও নার্সরা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply