এম আর হাসান জেলা প্রতিনিধি খুলনাঃ
তেরখাদা উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ২২ শে নভেম্বর সোমবার বেলা ১২ ঘটিকার সময় খুলনা জেলার তেরখাদা উপজেলার চিত্রা মহিলা ডিগ্রী কলেজ আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন~২০২১ উপলক্ষে তেরখাদা উপজেলার ৬ টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা ও আচরণ বিধি প্রতি পালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন -২০২১ উপলক্ষে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণ যোগ্য নির্বাচনের লক্ষ্যে খুলনা জেলা প্রশাসন কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চিত্রা মহিলা ডিগ্রী কলেজ ভবনে উপজেলার সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমন্বয়ে আইন-শৃঙ্খলা ও আচরণ বিধি বিষয়ক মতবিনিময় সভায় সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিশ্রুতি দিয়েছেন ।
তেরখাদা উপজেলার ৬ টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা ও আচরণ বিধি প্রতি পালন বিষয়ক মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহাবুব হাসান , অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) ইউসুফ আলী , সিনিয়ার জেলা নির্বাচন অফিসার এম মাজারুল ইসলাম , সহকারী কমিশনার ভূমি সাজ্জাদ হোসেন , উপজেলা কৃষি অফিসার ও রিটার্নিং অফিসার শফিকুল ইসলাম , তেরখাদা উপজেলা অফিসার্স ইনচার্জ জহুরুল আলম , উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রাজিবুল হাসান , অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহমেদ , তেরখাদা উপজেলার চিত্রা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান ।
প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ৩ নং ছাগলাদহ ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান পদ প্রার্থী অবসর প্রাপ্ত সেনা সদস্য মনজুরুল আলম মন্জু , ২ নং বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মাঝি কে এম আলমগীর হোসেন , ৪ নং সাচিয়াদহ ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী তাপস বিশ্বাস , ১ নং আজগড়া ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান পদ প্রার্থী আবুল হাসান সহ বিভিন্ন ওয়ার্ডের সদস্য বৃন্দ ও সংরক্ষিত আসনের সদস্য বৃন্দ ।
তেরখাদা উপজেলার ৬ টি ইউনিয়নের ২৬ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী , ২২৭ জন সদস্য পদ প্রার্থী ও ৭৭ জন সংরক্ষিত আসনের সদস্য বৃন্দ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..