প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১১:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২১, ৮:৪৮ পি.এম
তেরখাদা উপজেলায় আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
এম আর হাসান জেলা প্রতিনিধি খুলনাঃ
তেরখাদা উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ২২ শে নভেম্বর সোমবার বেলা ১২ ঘটিকার সময় খুলনা জেলার তেরখাদা উপজেলার চিত্রা মহিলা ডিগ্রী কলেজ আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন~২০২১ উপলক্ষে তেরখাদা উপজেলার ৬ টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা ও আচরণ বিধি প্রতি পালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন -২০২১ উপলক্ষে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণ যোগ্য নির্বাচনের লক্ষ্যে খুলনা জেলা প্রশাসন কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চিত্রা মহিলা ডিগ্রী কলেজ ভবনে উপজেলার সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমন্বয়ে আইন-শৃঙ্খলা ও আচরণ বিধি বিষয়ক মতবিনিময় সভায় সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিশ্রুতি দিয়েছেন ।
তেরখাদা উপজেলার ৬ টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা ও আচরণ বিধি প্রতি পালন বিষয়ক মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আবিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহাবুব হাসান , অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) ইউসুফ আলী , সিনিয়ার জেলা নির্বাচন অফিসার এম মাজারুল ইসলাম , সহকারী কমিশনার ভূমি সাজ্জাদ হোসেন , উপজেলা কৃষি অফিসার ও রিটার্নিং অফিসার শফিকুল ইসলাম , তেরখাদা উপজেলা অফিসার্স ইনচার্জ জহুরুল আলম , উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রাজিবুল হাসান , অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহমেদ , তেরখাদা উপজেলার চিত্রা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান ।
প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ৩ নং ছাগলাদহ ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান পদ প্রার্থী অবসর প্রাপ্ত সেনা সদস্য মনজুরুল আলম মন্জু , ২ নং বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মাঝি কে এম আলমগীর হোসেন , ৪ নং সাচিয়াদহ ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী তাপস বিশ্বাস , ১ নং আজগড়া ইউনিয়ন পরিষদের বিদ্রোহী চেয়ারম্যান পদ প্রার্থী আবুল হাসান সহ বিভিন্ন ওয়ার্ডের সদস্য বৃন্দ ও সংরক্ষিত আসনের সদস্য বৃন্দ ।
তেরখাদা উপজেলার ৬ টি ইউনিয়নের ২৬ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী , ২২৭ জন সদস্য পদ প্রার্থী ও ৭৭ জন সংরক্ষিত আসনের সদস্য বৃন্দ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy