তেরখাদা উপজেলায় করোনা রোগীদের সহায়তার জন্য দু’ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর
জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান খুলনা:
তেরখাদা(খুলনা) ২৮ জুলাই সকাল সাড়ে ১১ টার দিকে তেরখাদা উপজেলা সুষম উন্নয়ন বাস্তবায়ন কমিটির উদ্যোগে করোনা রোগীদের জরুরী প্রয়োজনে দু’ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন স্বেচ্ছাসেবী সংগঠন তেরখাদা উপজেলা ইয়াং ষ্টার কমিউনিটির সদস্যবৃন্দের কাছে। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ- সভাপতি জনাব মোঃ বদরুল আলম বাদশা। সংগঠনের সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক শেখ এহিউল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, দপ্তর সম্পাদক সাহাবুদ্দিন বদির, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, সংগঠনের প্রচার সম্পাদক নুর মোহাম্মদ সিফাত, তেরখাদা উপজেলা ইয়াং ষ্টার কমিউনিটির সভাপতি মোঃ লিমন ও সাধারণ সম্পাদক মোঃ ইকরাম হোসেন ইমন। পরে ইয়াং ষ্টার কমিউনিটির সদস্যদের মাঝে দু’ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন তেরখাদা উপজেলা সুষম উন্নয়ন বাস্তবায়ন কমিটি।
Leave a Reply