নারায়ণগঞ্জের রূপগঞ্জে ত্রাণের কার্ড দেয়ার প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মজিবুর ওরফে কাইল্লা মজিবুর যুবলীগ নেতা বলে পরিচয় দেয়।
বুধবার দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। এর আগে গত সোমবার (১৫ জুন) রাত ১০টার দিকে উপজেলার বরাব রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গৃহবধূর দেয়া লিখিত অভিযোগ থেকে জানা গেছে, গত কয়েকদিন ধরে বরাব এলাকার যুবলীগ নেতা মজিবুর ওরফে কাইল্লা মজিবুর ওই গৃহবধূকে ত্রাণের কার্ড করে দেয়ার আশ্বাস দেয়। গত ১৫ জুন রাত ১০টার দিকে মজিবুর ফোন দিয়ে ওই গৃহবধূকে ত্রাণের কার্ড নিতে তার বাড়িতে যেতে বলেন। পরে ওই গৃহবধূ মজিবুরের বাড়িতে ত্রাণের কার্ড আনতে গেলে মজিবুর তাকে ধর্ষণ করেন। বুধবার দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ‘কাইল্লা’ মজিবুরের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন বলেন, মজিবুর নামে উপজেলা যুবলীগ ও তারাবো পৌর যুবলীগের কমিটিতে এমন কেউ নেই। তার সঙ্গে যুবলীগের কোন সম্পৃক্ততা নেই।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy