প্রিন্ট এর তারিখঃ মে ৫, ২০২৫, ৪:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২১, ৯:৩৪ পি.এম
থানচিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিলেন-রেড ক্রিসেন্ট সোসাইটি

আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবানে থানচিতে দুর্গম পাহাড়ে বসবাসরত ম্রোঃ জনগোষ্ঠীর বোডিং পাড়ার অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ বান্দরবান ইউনিট রেড ক্রিসেন্ট সোসাইটি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান পাবর্ত্য জেলা ইউনিটে যুব প্রধান মোঃ মনিরুল ইসলাম জানান, বান্দরবানে থানচিতে দুর্গম বোডিং পাড়ার ভয়াবহ অগ্নিকান্ডে ১৫টি পরিবারের ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দকৃত অনুসারে থানচি উপজেলা পরিষদের মাধ্যমে ত্রাণ পাঠানো হয়েছে।
২৩ এপ্রিল শুক্রবার দুপুরে থানচি উপজেলা পরিষদ প্রাঙ্গনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ করা হয়। থানচি উপজেলার দুর্গম বোডিং পাড়ার ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৫টি পরিবারের মাঝে ২টি চাঁদর, ২টি কম্বল ও ২টি করে পাটি প্রদান করা হয়েছে।
ত্রাণ বিতরণ সময়ে থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমাসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থানচি ইউনিটে সেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বুধবার (১৪ এপ্রিল) দুপুরে থানচি উপজেলার দুর্গম বোডিং পাড়ার ভয়াবহ আগুনে ১৫টি পরিবারের ঘর পুড়ে যায়। আগুনে এসময় কাপড় চোপড়, মালামাল, ধান-চালসহ আরো বিভিন্ন দ্রব্যসহ সবকিছু পুড়ে নিঃস্ব হয় অনেকেই।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy