
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
বান্দরবানে থানচিতে ১২৪টি পাড়া কেন্দ্রে সারে ৫ হাজার জনকে এক যোগে কৃমিনাশক বড়ি খাওয়ানো হয়েছে ।
আজ ১৭ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০টা হতে থানচি উপজেলা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অর্থায়নের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতায় উপজেলা ১২৪টি পাড়া কেন্দ্রে এই কৃমিনাশক বড়ি খাওয়ানো কর্মসূচী আওতায় আনা হয় ।
অনলাইনে ভ্যাচুয়াল টেলিকমফারেন্স মাধ্য দিয়ে কৃমিনাশক বড়ি খাওয়ানো কার্যক্রম শুভ উদ্ভোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান বীর বিক্রম নব বিক্রম ত্রিপুরা, থানচি উপজেলা বলিপাড়া ইউনিয়নের বাগান পাড়া কেন্দ্রে থেকে ভ্যাচ্যুযাল টেলিকমফারেন্স এর যুক্ত হন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক দরতি ত্রিপুরা, সহকারী প্রকল্প ব্যবস্থাপক জ্ঞানেন্দু চাকমা, মুকেশ চাকমা, পাড়া কেন্দ্রে পরিচালনা কমিটি সভাপতি শৈসাচিং মারমা,বলিপাড়া ইউপি মহিলা সদস্যা ক্রানুচিং মারমা,সহ পাড়া কর্মী মাঠ সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন ।
আয়োজকরা জানান, থানচি উপজেলা ১২৪টি প্রাক প্রাথমিক শিক্ষা লাভের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আওতায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প অধীনে এক দিনে এক যোগে এই কার্যক্রম অন্তভূক্ত করেন এ সময় ৫ বছর উর্ধ্ব হতে অনুর্ধ্ব ১০ বছর মিশু ও ১৩৭১জন কিশোর ২৪৯৪ জন প্রাপ্ত বয়স্ক ১৬৮৩ জন মোট ৫ হাজার ৫শত ৪৮জনকে কৃমিনাশক বড়ি খাওয়ানো হয়েছে বলে সাংবাদিকদের জানান ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply