দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। শনিবার কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বাড়ায় স্থানীয় সময় শনিবার সকাল ৬টার দিকে তিন হাজারের বেশি লোককে সরিয়ে নেয়া হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১১ জন।
সাউথ জিওল্লা প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সিওমজিন নদীর তীরবর্তী বাঁধের ১০০ মিটার ধ্বসে পড়েছে এবং ওই এলাকা প্লাবিত হয়েছে। প্রদেশের প্রায় এক হাজার ৯০০ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। বন্যায় ফসলি জমি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দক্ষিণ কোরিয়ার বন বিভাগ হুঁশিয়ারি দিয়ে বলেছে, কেবল পর্যটন দ্বীপ জেজু ছাড়া দেশের প্রত্যেকটি অঞ্চলে উচ্চমাত্রার ভূমিধস হতে পারে।
শুক্রবার সাউথ জিওল্লা প্রদেশের গোকসিওং গ্রামের পেছনে থাকা একটি পর্বতে ভূমিধসে মাটির নিচে চাপা পড়েছে পাঁচটি বাড়ি। এতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে তিন জনকে উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার বিভিন্ন এলাকায় গত ৪৬ দিন ধরে বৃষ্টি হচ্ছে। গত সাত বছরের মধ্যে যা সর্বোচ্চ।