দক্ষিণ বঙ্গের কৃতি সন্তান, রামপাল -মোংলার গর্ব,বরেণ্য কৃষিবিদ জনাব শামীমুর রহমান শামীমকে নিয়ে রামপাল মোংলার কিছু নেতাকর্মীরা প্রকাশ্যে এবং গোপনে নানামুখী ষড়যন্ত্রমূলক চক্রান্ত করছেন। আলোচনা-সমালোচনা উভয়ই রাজনীতির-ই অংশ তথা মুদ্রার-ই এপিট-ওপিট। কিন্তু সেটা অবশ্যই সাংগঠনিক এবং গঠনমূলক হওয়া উচিত বলে মনে করি।কোনো ধরনের হীনতৎপরতা এবং প্রতিহিংসাপরায়ণ অপপ্রচেষ্টা রাজনৈতিক অঙ্গনে কখনোই কাম্য নয়।
দলের জন্য শামীমকেয়ের আত্মত্যাগ সম্পর্কে তারা অবগত নয় কিন্তু দলের চরম দুঃসময়ে শামীম ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক। তখন তার প্রতিনিয়ত গুম বা খুনের আশঙ্কা থাকলেও তিনি কখনো আপোষ করেননি। তিনি অটল, অবিচল, সত্যনিষ্ঠ ও আদর্শবান একজন সুযোগ্য নেতৃত্ব।রামপাল -মোংলার সাধারণ জনগণ, দলীয় নেতৃবৃন্দ,অন্যায়ভাবে মামলা -হামলার শিকার প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়েছেন বটবৃক্ষের মত।
জীবনের সবচেয়ে দুঃসময়েও কাছে থাকতে পারেননি আইসিইউ-এ চিকিৎসাধীন থাকা প্রিয় সহধর্মিণীর কাছে।
যখন প্রিয়তমা স্ত্রী মৃত্যুর শেষ প্রহর গুনছেন,তখনো একটিবারের মত চোখের দেখা দেখতে পারেননি।এমনকি তার জানাজায় তাকে উপস্থিত হতে দেওয়া হয়নি,কারাগারে অন্তরীণ থেকেছেন।প্রিয় খালার মৃত্যুর পরও তার প্যারোলে মুক্তি দেয়নি সরকার।বড় ভাইয়ের মৃত্যুর পরও অনুরূপভাবে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি।এতখানি প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করা হয়েছে তার বিরুদ্ধে। তার পরও তিনি অবিচল থেকে নেতাকর্মীদের জন্য সংগ্রাম করে গেছেন।রামপাল থেকে গ্রেফতার হয়েছেন,বাগেরহাট থেকে গ্রেফতার হয়েছেন,রাজপথে গুলিবিদ্ধ হয়েছেন,বারবার কারা নির্যাতিত,অত্যন্ত জনপ্রিয় এই রাজনীতিবিদ।
কৃষিবিদ শামীম এর মতো একজন ভদ্র মানুষকে নিয়ে কথা বলার আগে অবশ্যই তার জীবনী,রাজনৈতিক ইতিহাস,জাতীয়তাবাদী আদর্শ সুস্পষ্টভাবে জানবেন, বুঝবেন । এসব বিষয়ে আওয়ামীলিগের দোষররা তাদেরকে মদত দিয়ে আসছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy