নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডার আফতাব নগরের বাসায় অগ্নিদগ্ধ হয়ে দৈনিক যুগান্তরের সিনিয়র ক্রাইম রিপোর্টার মোয়াজ্জেম হোসেন নান্নুর মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার রাজধানীর বাড্ডা থানায় মামলাটি দায়ের করেছেন নান্নুর ছোট ভাই। মামলায় নান্নুর স্ত্রী, শাশুড়ি ও ইনফিনিটি গ্রুপের একজনকে আসামি করা হয়েছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আজ সকালে নিহতের ভাই নজরুল ইসলাম খোকন বাদী হয়ে মামলা করেছেন। এখন তদন্ত হচ্ছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত ১১ জুন রাত ১টার দিকে রাজধানীর বাড্ডার আফতাব নগরের বাসায় অগ্নিদগ্ধ হন দৈনিক যুগান্তরের সিনিয়র ক্রাইম রিপোর্টার মোয়াজ্জেম হোসেন নান্নু। পরে ১৩ জুন সকাল ৮টা ২০ মিনিটে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অগ্নিকাণ্ডের পরে সাংবাদিক নান্নুর স্ত্রী পল্লবী হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘নান্নু গভীররাতে কাজ থেকে বাসায় ফেরেন। পরে ৩টার দিকে তাঁর ছেলের রুম ঢোকেন। রুমের সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ বিকট শব্দ হয়।’
আগুন লাগার কারণ হিসেবে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে, বিদ্যুতের স্পার্কের সঙ্গে গ্যাসের যোগ ঘটায় আগুন ধরেছে।’
নান্নু ক্রাইম রিপোর্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এই ঘটনার কিছুদিন আগে একই বাসায় নান্নুর ছেলেও অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy