হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলাকে মাদক নির্মূল করার লক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর দিকনির্দেশনায় প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ ধারাবাহিকতায় দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুব রহমান কাজল এর নেতৃত্ব। মঙ্গলবার ১ সেপ্টেম্বর দুপুর পৌনে ৩ টার সময়
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এস আই সাইফুল ইসলাম, এ এস আই মহিউদ্দিন
সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এসময় দামুড়হুদা উপজেলার দোস্ত বাজার হইতে কুন্দিপুর গামি পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যাবসায়ি জুয়েল (২৭) কে আটক করে পুলিশ।
আটককৃত আসামির কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ফরিদপুর জেলা বোয়ালমারী থানা মোবারকদিয়া গ্রামের মোঃ আব্দুর রহমানের ছেলে মোঃ জুয়েল। দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহবুব রহমান কাজল বলেন আটককৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।