প্রায় দশ মাস ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হাতে বন্দী থাকার পর কুয়েতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় মুক্ত হলেন পাঁচ বাংলাদেশি।
তাঁরা হলেন রাউজান- চট্টগ্রামের মোহাম্মদ আবু তৈয়ব, মিরসরায়ের মোহাম্মদ রহিম উদ্দিন, মোহাম্মদ আলা উদ্দিন, মোহাম্মদ ইউসুফ, এবং মোহাম্মদ আলমগীর।
কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বাংলাদেশ টিভি জার্নালিস্টস এসোসিয়েশনের সংবাদকর্মীদের জানান, ইয়েমেনে আটক পাঁচ জন বাংলাদেশির মুক্তি থেকে শুরু করে হোটেলে থাকা, হাত খরচ ও বিমানের টিকেট সহ সকল প্রকার সাহায্য বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো হয়েছে। এ সময় দূতালয় প্রধান নিয়াজ মুর্শেদ এবং শ্রম কাউন্সিলর আবুল হোসেন উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy