লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোজাম্মেল হকের নেতৃত্বে মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার সময় কে বা কারা ভয়ে এসব মাল রাস্তায় ফেলে পালিয়ে যান।
পুলিশ জানায়, তদন্ত কেন্দ্রের জিডি নং ৪৩৬, তাং ২৩/০৯/২০২০ অনুযায়ী দহগ্রাম এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালানার সময় পরিত্যাক্ত অবস্থায় দুইটি প্লাস্টিকের সাদা রংয়ের বস্তায় রক্ষিত গোলাপী ও সাদা রংয়ের টিউবে ৫০ গ্রাম ওজনের মোট ১০০০ পিস Ponds White Beauty Spot-Less Fairness Face wash, Made in India লেখা আছে। প্রতিটি’র ভারতীয় মূল্য ৭৯/রুপী।বাংলাদেশী টাকায় অনুমান মুল্য ৯৫/- টাকা।সে হিসেবে ৯৫x১০০০= ৯৫০০০/- (পঁচানব্বই) হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অপর ১ টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তায় রক্ষিত ডিস এ্যান্টেনায় ব্যবহৃত বিভিন্ন মডেলের মোট ৪৫০ পিস Signal L.N.B পাওয়া গেছে।যার প্রতিটির মূল্য ৩৫০ টাকা হিসেবে ৪৫০x৩৫০= ১,৫৭,৫০০/- (এক লক্ষ সাতান্ন হাজার পাঁচ শত) টাকা মিলে প্রায় আড়াই লক্ষাধিক টাকার পণ্য উদ্ধার দেখানো হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এর আগে গত রোববার পাটগ্রাম থানা পুলিশ কুচলিবাড়ী পানবাড়ী এলাকার জনৈক ছমিরের বাড়িতে ৫ বস্তায় কসমেটিকস ও ভারতীয় শাড়ী ১০০ পিস উদ্ধার করেন।
চোরাচালানের মাধ্যমে ভারতীয় পণ্যে সয়লাব পাটগ্রামসহ রংপুরের অনেক হাট-বাজার।এ ব্যাপারে দহগ্রাম পুলিশ ফাঁড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোজাম্মেল হকের মোবাইলে সংযোগ না মেলায় বক্তব্য পাওয়া যায়নি।পাটগ্রাম থানা ওসি সুমন কুমার মহন্ত বলেন,দহগ্রাম এলাকায় রাতের টহলে পুলিশ মালগুলো উদ্ধার করে দহগ্রাম থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় দহগ্রাম ইউপি চেয়ারম্যান কামাল হোসেন প্রধান বলেন,দহগ্রামের গুচ্ছগ্রাম সীমান্তে পরিত্যক্ত অবস্থায় কসমেটিকসও ডিস লাইনের এল এন বি টপার উদ্ধার হয়েছে বলে শুনেছি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy