সেলিম সম্রাট, নিজস্ব প্রতিবেদকঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায় দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি)।
শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক। এর আগে ঐদিন সকাল ৫টার দিকে ঐ উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা সীমান্ত ফাড়ীর টহলদলের সদস্যরা তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জনমেইজা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মোমিন (৪২) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চাতল গ্রামের নাসির উদ্দিনের ছেলে সুজন মিয়া (৩২)।
জানা গেছে, ২ মাস আগে কাজের সন্ধানে অবৈধপথে ভারতে যান মমিন উদ্দিন ও সুজন মিয়া। কাজ শেষে শনিবার (২ অক্টোবর) সকালে দহগ্রামের ডাঙ্গারপাড় সীমান্তের মেইন পিলার ১ এর ৩ নং সাব পিলার এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এ সময় বর্ডারগার্ড বাংলাদেশ ৫১ ব্যাটালিয়নের আঙ্গোরপোতা সীমান্ত ফাড়ীর টহলদলের সদস্যরা তাদের আটক করে।
এ বিষয়ে বিজিবি ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্প কমান্ডার সুবেদার জাহাবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দিয়ে আটকদের পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।
পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে বিজিবি এজাহার লিখে দিচ্ছে। আগামীকাল তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy