বিভিন্ন অনিয়ম, রোগীদের চিকিৎসাসেবার ডিপ্লাোমা বিহীন নার্স ও আবাসিক মেডিকেল অফিসারের শূন্যতা, ডেন্টালে ভূয়া ডাক্তার ও মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার, অপরেশানের বৈধতা না থাকা সত্বেও সিজার অপারেশন ও রোগী ভর্তি, ডিপ্লোমা ডাক্তার দিয়ে হাসপতাল পরিচালনা, ডায়াবেটিস নাম ব্যবহারে রোগীদের হয়রানি সহ বিভিন্ন অনিয়ম কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে ২৫ শে আগস্ট (বুধবার) সকালে ফেনীর দাগনভূঞা পৌর শহরে চৌমুহনী রোডস্থ দাগনভূঞা ডায়াবেটিস হাসপাতালকে সিলগালা করা হয়েছে। একই সাথে এক লাখ ৫৫ হাজার টাকা অর্থদণ্ড ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সামছু উদ্দিন মানিককে ১৫ দিনের জেল দিয়েছেন উপজেলা নির্বাহি অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট নিবেদিতা চাকমা।
এসময় প্রসিকিউশনে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তৌহিদুল ইসলাম। আরোও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আরিফুল ইসলাম, দাগনভূঞার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। প্রাইভেট হাসপাতালের বিভিন্ন অনিয়মের বিষয়ে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান স্বাস্থ্য কর্মকর্তা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy