ডেস্ক: বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়া হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকায় ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা নসিমনের তিন যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার সন্ধ্যার পর এ সড়ক দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নূর নবী প্রধান জানান, নসিমনটি বিকল হওয়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় পিছন থেকে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমনে থাকা তিনজন নিহত হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy