তিনি জানান, ২০১৭ সালের জন্য অনুদান পাওয়া ছবিটি পরিচালনা করবেন কমল সরকার। আর এর সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। বুধবার ছবিটির জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন মৌ।
এ নায়িকা তার নতুন ছবি নিয়ে বলেন, সুন্দর একটি গল্প আছে এ ছবির। আমি কৃতজ্ঞ কমল ভাইয়া ও খোকন ভাইয়ার কাছে, আমাকে এমন গল্পে কাজের সুযোগ দেয়ার জন্য। আমার চরিত্রটিতে কাজের অনেক সুযোগ রয়েছে। চেষ্টা করবো নিজের সর্বোচ্চ শ্রম দিয়ে ভালোভাবে কাজটি শেষ করার।
এ ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো সাইমনের বিপরীতে কাজ করতে চলেছেন মৌ। এর আগে তারা 'বাহাদুরি' নামের ছবিতে একসঙ্গে কাজ করলেও জুটি ছিলেন না। এ নিয়েও বেশ উচ্ছ্বসিত মৌ বলেন, সাইমন ভাই চমৎকার একজন মানুষ। নায়ক হিসেবেও তিনি সফল। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও ঘরে তুলেছেন৷ তার বিপরীতে কাজ করে দারুণ অভিজ্ঞতা হবে বলে আশা করছি।
ছবিতে সাইমন-মৌ জুটি বাঁধার বিষয়টি নিশ্চিত করে বদিউল আলম খোকন বলেন, বৃদ্ধাশ্রমের গল্প নিয়ে তৈরি হবে ছবিটি। এটি ২০১৭ সালের জন্য সরকারি অনুদান পাওয়া। নানা কারণে নির্মাণে দেরি হয়েছে। এবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ছবি শেষ করে জমা দিতে হবে। সে অনুযায়ী পরিকল্পনা করা হয়েছে। কোরবানি ঈদের পরেই শুটিং শুরু হবে।
চিত্রনায়ক সাইমন এই ছবিতে কাজ করা প্রসঙ্গে বলেন, আমার সঙ্গে মৌখিকভাবে ছবিটি নিয়ে কথা হয়েছে। বদিউল আলম খোকন ভাই এটির দায়িত্বে আছেন। তার সঙ্গে কাজের খুব ভালো অভিজ্ঞতা আছে আমার৷ ফের কাজের সুযোগ পেলে উপভোগ্য হবে এটা৷ কিন্তু কোনো কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমার আসলে বলার কিছু নেই।
‘দায়মুক্তি’ সিনেমায় সাইমন-মৌ ছাড়া আরো অভিনয় করবেন সৈয়দ হাসান ইমাম, দিলারা জামানসহ শোবিজের একঝাঁক তারকা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy