উজ্জ্বল রায়, খানসামা প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলা ৬নং গোয়ালডিহি ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাসিমপুর গ্রামের মোঃ সহিদুল ইসলামের স্ত্রী মোছাঃ ছালেহা বেগম ৫/৬ জন সদস্য লইয়া অর্ধহারে অনাহারে থেকে কোন রকম জীবিকা নির্বাহ করে বেচেঁ আছে। তার নিজের বাস্তভিটা টুকু ছাড়া আর অন্য কোন প্রকার সম্পদ নেই।তারা পরের বারিতে দিন মজুরীর কাজ করে সংসার চালায়। বর্তমানে মোছাঃ ছালেহা বেগম দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে আছে।
তার হৃদরোগে আক্রান্ত হয়ে হার্ড ফুটা হয়ে গেছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের এম.বি.বিএস, ডি-কার্ড(এনআইসিভিডি) হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এ.এস.এম গোলাম রব্বানী বলেছেন তার অপারেশন অতিসত্তর জরুরি।
স্বামী সহিদুল ইসলাম বলেন, অপারেশন ও চিকিৎসা বাবদ খরচ হবে ৭ লক্ষ টাকা।আমাদের জায়গা সম্পত্তি যা ছিল সবই ছোট বড় সন্তান ও স্ত্রীর হার্ডের চিকিৎসার জন্য বেচা বিক্রি ও ঋণ নেয়া শেষ।আর কিছু নাই যেটা বিক্রি করে আমার স্ত্রীর চিকিৎসার টাকা যোগাড় করব।
এই অবস্থায় আপনাদের সাহায্য ছাড়া আমার আর কোন উপায় নেই।আপনারা সবাই এগিয়ে আসলে আমার স্ত্রীকে ইনশাআল্লাহ বাঁচাতে পারবো।
ডা: বলেছেন ১ মাসের মধ্যে অপারেশন করাতে হবে।
না হলে হার্ডের ফুটাটি ভয়াবহ রূপ নিবে।
তাই আপনাদের সবার সাহায্য কামনা করতেছি।
স্ত্রী ছাড়া সন্তান নিয়ে আমি মারাত্মক অসহায়।
তাই হাত জোর করে আমাদের আত্মীয়-স্বজন এবং পরিচিত-অপরিচিত সবার কাছে অনুরোধ করছি ।দয়া করুন ।আমার কয়েক বছরের ছোট স্বন্তানের মুখের দিকে চেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিন প্লিজ।
যে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিন প্লিজ।
বিস্তারিত তথ্য ও আর্থিক সাহায্য পাঠানোর জন্য যোগাযোগঃ
রূপালী ব্যাংক লিমিটেড ঃ৪৫৫৬০১০০১৮১৭৬
#বিকাশ: ০১৭৯২৭৮৮২৪৬
সহিদুল ইসলাম
#রকেট: 0১৭৯২৭৮৮২৪৬৫