দিনাজপুরের বিরামপুরে আলুর বস্তায় ফেন্সিডিলসহ আটক ১ ;
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক
Facebook Twitter share
দিনাজপুরের বিরামপুরে আলুর বস্তায় ফেনসিডিল পাচারকালে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী পৌরসভার ভবানীপুর (মুন্সিপাড়া) গ্রামের মোকছেদ আলীর ছেলে সায়েদ আলী (৪০)।
Surjodoy.com
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, বুধবার (৯ জুন) রাত ৮টার দিকে সীমান্তবর্তী এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ী আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল অন্যত্র পাচারের উদ্দেশ্যে পৌর শহরের অবসর মোড়ে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সায়েদ আলীকে আটক করা হয় এবং অপর আসামি মোতালেব হোসেন পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়। পরে সায়েদ আলীর কাছে থাকা একটি সাদা প্লাস্টিকের আলুর বস্তার ভেতর থেকে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়।
The Daily surjodoy
ওসি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ী সায়েদ আলীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক বৃহস্পতিবার (১০ জুন) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামি মোতালেব হোসেনকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply