দিনাজপুরে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
রেখা মনি নিজস্ব প্রতিবেদক: | ১৬ জুন ২০২১ | ১:০৬ অপরাহ্ণ
দিনাজপুরে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
FacebookTwitterShare
দিনাজপুরের নবাবগঞ্জে নদীর ধারে খেলা করার সময় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় নবাবগঞ্জ উপজলার বিনাদনগর ইউনিয়নের ডাংগসর ঘাট এলাকায়।
Surjodoy.com
মৃত শিশুরা হলো- ওই গ্রামের কৃষক অফরুল চন্দ্র্র সরকারের মেয়ে অনামিকা (৯) ও ছেলে অর্ণব (৭)।
নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে বাড়ির পাশে করতোয়া নদীর ধারে খেলতে যায় ওই শিশু দুই ভাই-বোন।
The Daily surjodoy
খেলার একপর্যায়ে দুই ভাই-বোন (শিশু) নদীর পানিতে পড়ে যায়। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
The Daily surjodoy
এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের আপত্তি না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার।।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy