প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৪:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২১, ১:২৭ এ.এম
দিনাজপুর ঘোড়াঘাটে ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি’ করায় গ্রেফতার ১
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুেরর ঘোড়াঘাটে ডিজিটাল নিরাপত্তা আইনে মো. রুবেল প্রধান উজ্জল(২৭)নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। প্রধানমস্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপুর্ন মন্তব্য ও ছবি বিকৃতি করে ফেসবুকে প্রচার করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে বুধবার ভোরে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত রুবেল প্রধান উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের কানাগাড়ি গ্রামের মৃত আঃ গোফফার প্রধানের পুত্র।
এজাহার সূত্রে জানাযায়,গত ১৪ অক্টোবর বেলা ১টা ৫০ মিনিটে রুবেল প্রধান তার নিজ ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যা কটূক্তি,উস্কানি মূলক তথ্য ও বিকৃত ছবি পোষ্ট করে। যার মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতির বিরুদ্ধে ধর্মীয় উস্কানিমূলক মিথ্যা,মানহানিকর ও সরকার বিরোধী বক্তব্য ্অশ্লীল ভাষায় প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের ঘটিয়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করে।
গ্রেফতারকৃত রুবেলের এই সব কার্যক্রমে বাংলাদেশের সাধারণ জনগন ও আওয়ামীলীগ নেতা কর্মিদের দলীয় ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। বিষয়টি স্থানীয় লোকজন সহ সকলের নজরে আসলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম বাদী হয়ে রুবেল প্রধা সহ অজ্ঞাত আরও কয়েক জনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে পুলিশ ২০ অক্টোবর বুধবার ভোরে রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে
ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ ওসি আবু হাসান কবির,পিপিএম (সেবা) বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে মিথ্যা কটূক্তি,উস্কানি মূলক তথ্য ও বিকৃত ছবি ফেসবুকে প্রচার করার অপরাধে ্রা্রা্রা্র্রা্রা্রা্রা্রা্রা্র্র্রা তাকে গ্রেফতার করা হয়েছে। ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রজু হয়েছে। আসামীকে ২০ অক্টোবর বুধবার বিকালে বিজ্ঞ আদালতের মাধ্যম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy