তাজ চৌধুরী, দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাটে সোনালী ব্যাংকের ওসমানপুর শাখায় পিয়ন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ব্যাংকের আরও দুই কর্মকর্তার করোনা উপসর্গের লক্ষণ দেখা দেওয়ায় ব্যাংকের শাখাটি লকডাউন করা হয়েছে।
আজ রবিবার (২১ জুন) উপজেলা নির্বাহী অফিসার সোনালী ব্যাংক ওসমানপুর শাখাটি লকডাউন ঘোষনা করেন। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহীদা খানম জানান, ব্যাংক কর্মচারী (পিয়ন) জয়নাল আবেদীন বেশ কয়েক দিন ধরে জ্বর-সর্দিতে ভুগছিলেন। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ তার করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর পর গত ১৬ জুন তাঁর শরীরে করোনা সনাক্ত হয়।
বর্তমানে ওই ব্যাংক কর্মচারী (পিয়ন) তাঁর নিজ বাড়ি উপজেলার রানীগঞ্জ দক্ষিণ দেবীপুর গ্রামে হোম আইসোলেশনে রয়েছেন। তিনি আরও জানান, ব্যাংকের শাখাটি আগামী ২৫ জুন পর্যন্ত লকডাউন ঘোষনা করা হয়েছে। এ সময়ে ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
বন্ধ থাকা অবস্থায় ব্যাংকের পার্শবর্তী অন্য শাখায় গ্রাহকদের লেনদেন করতে বলা হয়েছে। করোনা ভাইরাসের উপসর্গ ধাকা ব্যাংকের অপর দুই কর্মকর্তাসহ ১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলে লকডাউন তুলে নেয়া হবে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ব্যাংকটি লকডাউনের আওতায় থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy