ডেস্কঃ
দিনাজপুরে জেলা আওয়ামী আইন সহায়তা কমিটির আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ ২৩ জুন দুপুর ২ ঘটিকায় দিনাজপুর জেলা আওয়ামী আইন সহায়তা কমিটির উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালের ১৫ই আগষ্টে শাহাদাৎ বরনকারী চার নেতা, সকল শহীদ মুক্তিযোদ্ধা, স্বাধীনতার স্বপক্ষে সকল গণতান্ত্রিক আন্দোলনে শাহাদাৎ বরনকারী শহীদ, দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে আলোচনা শেষে মুনাজাত করা হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন এ্যাডভোকেট রবিউল ইসলাম রবি (পিপি),
প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলতাফুজ্জামান মিতা,
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন দিলিপ, জেলা তাতী লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম আলাল, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান, স্পেশাল পিপি এ্যাডভোকেট শামসুর রহমান পারভেজ, বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী শহিদুজ্জামান শাহিন, হযরত আলী বেলাল, প্রভাষক মাসুদ হোসেন।
সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আওয়ামী আইন সহায়তা কমিটি, অতিরিক্ত পিপি, দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালত, সাবেক সাধারন সম্পাদক জেলা যুবলীগ এর এ্যাডভোকেট হাজী মোঃ সাইফুল ইসলাম।
অতিথি হিসেবে ছিলেন, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট রবিউল ইসলাম রবি (২), অতিরিক্ত পিপি এ্যাডভোকেট কাজেম উদ্দীন, সাবেক যুবলীগের সদস্য নাহিদ আলম রানা, হাঃবিঃপ্রঃবিঃ ছাত্রলীগ শাখার প্রচার সম্পাদক আতিকুর রহমান রানা।
কোরআন তেলাওয়াত করেন এ্যাডভোকেট মোঃ ফরহাদ হোসেন।
আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন, এ্যাডভোকেট মোঃ আজিজার রহমান, এ্যাভোকেট শ্রী অনিমেষ চন্দ্র রায়, এ্যাডভোকেট মোঃ ফজলুল হক, এ্যাডভোকেট ইকবাল রায়হান সোহেল, এ্যাডভোকেট মোঃ রেয়াজুল ইসলাম রাজু, এ্যাভোকেট মোঃ হজরত আলী বেলাল, এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম তুষার, এ্যাডভোকেট আবুল কালাম আজাদ(৫)।
আলোচনা অনুষ্ঠান শেষে জেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাসহ দেশবাসী ও করোনায় আক্রান্ত বিশ্ববাসীর মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হাজী মোঃ সাইফুল ইসলাম এ্যাডভোকেট।