ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে লাউর ফতেপুর ইউনিয়নের ফতেপুর বাজারে নিজের চায়ের দোকানে দিলীপ চন্দ্র সরকার (৫০)নামের এক চায়ের দোকানির অর্ধ গলিত লাশের সন্ধান পাওয়া যায়। ২১ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এ লাস উদ্ধার করা হয়। সে লাউর ফতেপুর ইউনিয়নের মৃত রমেশ চন্দ্র সরকারের ছেলে এবং লাউর ফতেহপুর বাজারের একজন চায়ের দোকানদার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ১৫-১৬ দিন যাবত তার চায়ের দোকান বন্ধ ছিল পরিবারের লোকজন প্রাথমিকভাবে ধারণা করেছিল তার অনেক ধার দেনা আছে, হয়তো পাওনা ধারের ভয়ে সে পালিয়ে গেছে। আজ দুপুরে তার চায়ের দোকান থেকে দুর্গন্ধ আসতে থাকলে সন্দেহ হওয়ার পর পরিবারের লোকজন দোকান খুলে তার অর্ধ গলিত লাশ দেখতে পাই। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে নবীনগর থানা পুলিশ এই অর্ধ গলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেছি।