ইদ্রিছ আলী, দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোনের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব পালনের নিমিত্তে উপজেলার ৬টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
১২অক্টোবর (মঙ্গলবার) সকালে দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ হতে উপজেলার ৬ টি পূজামন্ডব পরিচালনা কমিটির সভাপতির হাতে এ অনুদানের অর্থ তুলে দেন জোনাল ষ্টাফ অফিসার লেফটেন্যান্ট হাসিন আনজুম।
তিনি বলেন, পার্বত্য অঞ্চলের জনসাধারনের যেকোন প্রকার সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। দীঘিনালা জোনের এমন সহযোগিতা কার্যক্রম সদা অব্যাহত থাকবে।
আর্থিক সহায়তা প্রাপ্তরা জানান, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় পাহাড়ী বাঙ্গালীদের সকল ধরনের সাহায্য সহযোগিতার পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠান গুলোতে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সহায়তা করে আসছে। এছাড়াও সাম্প্রদায়িক উন্নয়নে কাজ করে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা এই আর্থিক সহায়তা পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত।